রোহিঙ্গা সংকট সমাধানে প্রত্যাশিত ভূমিকা পালন করেনি চীন। বাংলাদেশ সফর শেষে মঙ্গলবার এক বিবৃবিতে এ মন্তব্য করেছেন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগ্যান।
তিনি বলেন, মানবিক সংকট সমাধানে বেইজিং এর অগ্রণী ভূমিকা নেয়া উচিৎ ছিলো। অবশ্য মানবিক পরিস্থিতি বিবেচনায় সব ধরনের সহায়তায় কাজ করছে ওয়াশিংটন। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরির কথাও জানান তিনি।
এর আগে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে দু’দেশের অর্থনীতিসহ নানা ইস্যু নিয়ে আলোচনা করেন বিগ্যান। বলেন, স্থিতিশীল রাজনীতি ও অর্থনীতির কারণে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ।
Leave a reply