শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ। সন্ধ্যায় দেবীর বিহিত পূজা অনুষ্ঠিত হবে।
মহাসপ্তমীর সকালে চক্ষুদানের মধ্য দিয়ে ‘প্রাণ প্রতিষ্ঠা’ হবে ত্রিনয়নী দেবীর প্রতিমায়। সপ্তমী তিথিতে দেবীর নব পত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পরম্ভ ও সপ্তমী বিহিত পূজা হয়। প্রকৃতির বিভিন্ন সৃষ্টির মধ্য নয়টি গাছের ফুল, ফল, পাতায় পূজিত হবেন দেবী উমা। এরপর কল্পনার মধ্য দিয়ে দশভূজা দেবীকে মনের আসনে বসানো হবে।
Leave a reply