পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি হচ্ছে।
সমুদ্র বন্দরগুলোকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পটুয়াখালী, বরগুনা, ভোলাসহ উপকূলীয় এলাকায় বৃষ্টির সাথে বইছে দমকা হাওয়া। এতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ফুট বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বৈরি আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীন রুটে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। দু’দিনের টানা বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
গভীর নিম্নচাপের কারণে আজ ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কাল থেকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে।
Leave a reply