বিশ্ব রাজনীতিতে একক প্রভাব কমেছে যুক্তরাষ্ট্রের। নতুন পরাশক্তির দেশ হয়ে উঠছে চীন-জার্মানি। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট, ভ্লাদিমির পুতিন।
তিনি বলেন, প্রভাশালী দেশ হিসেবে শুধু যুক্তরাষ্ট্র এবং রাশিয়াই নয়, ব্রিটেন এং ফ্রান্সও তাদের আন্তর্জাতিক সম্পর্কের কৌশল পরিবর্তন করছে। তবে যুক্তরাষ্ট্রের প্রভাব কমলেও এখনও কিছু বিষয়ে অধিপত্য বিস্তার করে চলছে। পুতিন বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংকটে এবং উন্নয়নে চীন-জার্মানির সম্পৃক্ততা বাড়ছে।
এছাড়া, ভবিষ্যত উন্নয়নে অস্ত্র প্রতিযোগিতা কমানোর গুরুত্বও তুলে ধরেন পুতিন। পুতিন বলেন, যুক্তরাষ্ট্রে নতুন মেয়াদে যে সরকারই ক্ষমতায় আসুক নিরাপত্তা এবং পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত থাকবে মস্কো।
Leave a reply