একসঙ্গে দেখা মিলল ৩ সূর্যের! (ভিডিও)

|

একসঙ্গে দেখা মিলল ৩ সূর্যের!

সূর্য তো একটাই। কিন্তু হঠাত করেই আকাশে দেখা গেল ৩টি সূর্যের। অবাক লাগলেও এমনই দেখা গেছে চীনের মোহে শহরে। একই সঙ্গে তিনটি সূর্য আকাশে দেখতে পেলেন তারা। ১৮ অক্টোবর সকালে ঘুম থেকে উঠে চমকে উঠলেন।

স্থানীয় সময় সকাল সাড়ে ৬‌টা থেকে সাড়ে ৯‌টা পর্যন্ত এই বিরল এই ঘটনা ঘটে।

তবে বিজ্ঞানের কাছে এই ঘটনা অপরিচিত কিছু নয়। এর নাম সান ডগস, এটি আদতে একটি দৃষ্টিভ্রম। সূর্যের প্রতিফলন মাত্র। আসল সূর্যটির দু’‌পাশে দুটি উজ্জ্বল বিন্দু দেখা যায়। যেগুলোর নাম ফ্যান্টম সানস। সাধারণ চোখে মনে হয় তিনটি সূর্য। স্বাভাবিকভাবেই তিনটি সূর্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে এমন দীর্ঘ সময় ধরে এত উজ্জ্বল সান ডগস আগে দেখা যায়নি। সিরাস মেঘের বরফের চাঙড়ের মধ্য দিয়ে যখন সূর্যে রশ্মি বের হয়, তখন এমন ঘটনা ঘটে। সূর্য যে উচ্চতায় রয়েছে, সেখানেই দেখা যায় এই উজ্জ্বল বিন্দুগুলো। পৃথিবীর যে কোনও জায়গাতেই দেখানো যেতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply