বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিশ্ব এখন করোনা মহামারির জটিল সন্ধিক্ষণে রয়েছে। বিশ্বের বহু দেশেই করোনাভাইরাস জ্যামিতিক হারে বাড়ছে। আগামী কয়েক মাস খুবই কঠিন সময়।
ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, পরবর্তী কয়েক মাস খুবই কঠিন সময় যাবে। কয়েকটি দেশ বিপজ্জনক অবস্থায় রয়েছে।
এদিকে ইউরোপের দেশগুলোতে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ফ্রান্স, স্পেন, ইতালি ও যুক্তরাজ্যে ৩৪ হাজার থেকে শুরু করে ৪৭ হাজার মানুষ সংক্রমিত হয়েছে।
গত বছর ডিসেম্বরে চীনের উহানে করোনার সংক্রমণ দেখা দেওয়ার পর এখন পর্যন্ত বিশ্বে প্রায় ৪ কোটি ২৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন প্রায় সাড়ে ১১ লাখ মানুষ।
Leave a reply