রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ঘণ্টাখানেরকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটিতে ব্যাংক, বেসরকারি টেলিভিশন, দৈনিক পত্রিকা’সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অফিস আছে।
সকাল সাতটার দিকে ভবনের পাশে ঝুলে থাকা তারে আগুন দেখেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই তারের আগুন ভবনের পাশে থাকা এসিতে আগুন ধরে যায়। সেখান থেকে মুহুর্তেই ভবনে ছড়িয়ে পড়ে। নিচতলা থেকে আগুন উঠে যায় ভবনের ১৬ তলা পর্যন্ত। এতে ভবনে থাকা এসি’র চেম্বারগুলোও পুড়ে যায়।
শুরুতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
Leave a reply