লেভানডভস্কির হ্যাটট্রিকে উড়ে গেল ফ্র্যাঙ্কফুর্ট

|

বুন্দেসলিগায় আবারও স্বরূপে ফিরতে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। রবার্ট লেভানডভস্কির হ্যাটট্রিকে এবার ৫-০ গোলে তারা উড়িয়ে দিয়েছে ফ্র্যাঙ্কফুর্টকে।

ম্যাচের ১০ মিনিটে কোম্যানের বাড়ানো বলে স্কোর শিটে নাম তোলেন লেভানডভস্কি। ২৬ মিনিটে কিমিচের পাসে আবারও গোল করেন লেভানডভস্কি। ম্যাচের ৬০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই পোলিশ স্ট্রাইকার।

৬৮ মিনিটে তাকে উঠিয়ে নেবার পরও থামেনি বাভারিয়ানদের দাপট। ৭২ মিনিটে লেরয় সানে আর ৯০ মিনিটে জামাল মুসিয়ালার গোলে ৫-০’র বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। এই জয়ে লাইপজিগের সমান ৫ ম্যাচ খেলে ১ পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান তাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply