জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা ফিরিয়ে আনতে নতুন জোট

|

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা ফিরিয়ে আনতে নতুন জোট গঠন করলো অঞ্চলটির নেতারা। শনিবার এ ঘোষণা দেন সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ।

বলেন, দ্য লিডার অফ এ ইউনাইটেড পিপল’স অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’ গঠন করা হয়েছে। জোটে আছেন সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আব্দুল্লাহসহ অনেকে।

গেলো বছরের ৫ আগস্ট অঞ্চলটির বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বিলোপের পর গৃহবন্দি করা হয় কাশ্মিরের রাজনীতিকদের। সে সময়, জরুরি অবস্থা জারির পাশাপাশি বন্ধ করা হয় ইন্টারনেট সেবাও। জম্মু-কাশ্মির এবং লাদাখের অধিকার ফেরাতে কাজ করবে জোট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply