সরকারি অনুদানের চলচ্চিত্র নির্মাণ শেষ না করায় গ্রেফতারকৃত কবি ও নির্মাতা টোকন ঠাকুরকে জামিন দিয়েছে আদালত।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় হয় টোকন ঠাকুরকে। দুপুর ৩টার পর শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।
রোববার রাতে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি সিআর মামলায় ওয়ারেন্ট জারি করেছিলেন আদালত। তিনি ২০১৩ সালে শহীদুল জহিরের গল্প ‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান। ৩৫ লাখ অনুদানের মধ্যে ১৩ লাখ টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলে নিলেও ওই চলচ্চিত্রের কোনও কাজ করেননি তিনি। এ কারণে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষে টোকন ঠাকুরের বিরুদ্ধে মামলা করা হয়।
ওই মামলার পরিপ্রেক্ষিতে চলতি মাসের ৩ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে টোকন ঠাকুরের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়।
Leave a reply