‘একটি মানুষও ঘরহারা থাকবে না’

|

দিনাজপুর-কুড়িগ্রামের পর বন্যার্তদের ত্রাণ দিতে আজ সকালে গাইবান্ধায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যার্তদের ত্রাণ সামগ্রী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চারা বিতরণ করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন- বন্যা মোকাবেলায় আগে থেকেই সরকারের প্রস্তুতি ছিল। একটি মানুষ ও ঘরহারা থাকবে না। নদী ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হবে। যাদের ঘর নেই ঘর করে দেয়া হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন- ফসল, জমির পাশাপাশি যেসব অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পুনরায় করা হবে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এক বিঘা করে জমিতে ফসল চাষের ব্যবস্থা করবে সরকার। সারের ব্যবস্থা করবে। কেউ না খেয়ে থাকবে না।

শেখ হাসিনা আরও বলেন- মানুষের ক্ষয়ক্ষতি করেছে বিএনপি জামায়াত। আর আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। যারা আগুন দিয়ে মানুষ হত্যা করে তারা দেশের কল্যাণ করতে পারে না। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply