নিজস্ব প্রতিনিধি:
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে দুই কেজি স্বর্ণসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকেলে জেলার কাকডাঙ্গা সীমান্তে দায়িত্বরত বিজিবির হাবিলদার নুর আলমের নেতৃত্বে একটি টহল দল স্বর্ণসহ তাকে আটক করে।
আটক হাসান আলী যশোর জেলার কেশবপুর উপজেলার পাতরা গ্রামের কফিলউদ্দিন বিশ্বাসের ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খোন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি পুটলিতে ১৮ পিস স্বর্ণের বার নিয়ে মোটর সাইকেলে করে সীমান্ত এলাকার দিকে যাওয়ার সময় কাকডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক স্বর্ণের ওজন দুই কেজি ১৪৪ গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি ২৮ লাখ টাকা।
Leave a reply