যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বুধবার ডেলাওয়্যার থেকে ভোট দেন তিনি। এদিন স্থগিত রাখেন প্রচারণা।
যদিও সাক্ষাৎকারে চলমান বিভিন্ন ইস্যুতে কথা বলেন বাইডেন। করোনায় মৃত্যু কমাতে কার্যকর পদক্ষেপ নেয়ার বদলে, ভাইরাসের কাছে প্রেসিডেন্ট ট্রাম্প হার মেনে নিয়েছেন বলে মন্তব্য তার। ফিলাডেলফিয়ায় বর্ণবাদবিরোধী আন্দোলনে সমর্থন জানালেও সহিংসতার নিন্দা জানান বাইডেন।
অন্যদিকে, অ্যারিজোনায় সমাবেশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন জনমত জরিপে বাইডেনের এগিয়ে থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, ভুয়া জরিপের সাহায্য নিয়ে বেশি দূর যেতে পারবেন না ডেমোক্র্যাট প্রার্থী।
Leave a reply