তাড়াশে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দুই চালক নিহত

|

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যানবাহনের চালক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি জানান, চট্টগ্রাম থেকে পাবনার ঈশ্বরদী যাচ্ছিল একটি মালবাহী গাড়ি। সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আলুবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই গাড়ির চালক নিহত হন। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, মরদেহ দুটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টাব্যাপী যানচলাচল ব্যাহত হয়। দুই ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত যান দুটি অপসারণের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply