শ্রীলঙ্কায় শতাধিক তিমি উদ্ধার করলো স্থানীয়রা

|

স্থানীয়দের তৎপরতায় শ্রীলঙ্কায় উদ্ধার পেলো শতাধিক তিমি। সোমবার পশ্চিম উপকূলের প্যানাডোরা এলাকায় আটকা পড়ে শতাধিক তিমির একটি ঝাঁক।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাইলট প্রজাতির তিমির একটি ঝাঁক সমুদ্র উপকুলে এসে আটকে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় নৌবাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের কর্মীরা তিমিগুলোকে সাগরে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়।

সারারাতের প্রচেষ্টায় ১২০টি তিমিকে সাগরে ফেরত পাঠানো সম্ভব হয়। কী কারণে এসব তিমি উপকুলে আটকে গেছে সে বিষয়ে এখনও নিশ্চিত নন দেশটির পরিবেশ বিজ্ঞানীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply