সুপার ওভারে পাকিস্তানকে হারালো জিম্বাবুয়ে

|

৩ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে সুপার ওভারে হারিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।
শুরুতে ব্যাট করতে নেমে শন উইলিয়ামসের সেঞ্চুরিতে ২৭৮ রান করে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে বাবর আজমের শতকের পরও ২৭৮ রানে থামতে হয় পাকিস্তানকে।

রাওয়ালপিন্ডিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। পরে দলের হাল ধরেন ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামস। টেলর ৫৬ রানে ফিরলেও লড়াই চালিয়ে যান উইলিয়ামস। সেকেন্দার রাজাকে সাথে নিয়ে আরও একটা বড় জুটি গড়া শন উইলিয়ামস শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১৪ রানে।

২৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুজারাবানি-তিরিপানোদের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। ৮৮ রান করতেই ৫ উইকেট হারায় পাকিস্তান। ওয়াহাব রিয়াজের ৫২ আর বাবরের ১২৫ রানের ইনিংস ছাড়া বলার মত স্কোর করতে পারেনি কেউ। পরে ২৭৮ রানে থামে পাকিস্তানের ইনিংস। ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে মুজারাবানির করা ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকাতে গিয়ে সিকান্দার রাজার হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ইফতেখার আহমেদ। দ্বিতীয় বল আকাশে তুলে দিয়ে সিঙ্গেল নেন খুশদিল শাহ। তৃতীয় বলে ফখর জামান সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন। চতুর্থ বলে সজোরে ব্যাট চালান খুশদিল শাহ। কিন্তু দুর্ভাগ্য বল তার ব্যাটে লেগে স্ট্যাম্পে গিয়ে আঘাত হানে। সুপার ওভারের নিয়মানুসারে দুই উইকেট হারিয়ে ইনিংস গুটায় পাকিস্তান। সুপার ওভারে মাত্র ৩ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

২-১ এ সিরিজ জয়ী পাকিস্তান ১ম দুই ম্যাচে ২৬ রান ও ৬ উইকেটের জয় পায়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply