প্রতিদিন প্রায় ৪০ জনের সাথে প্রতারণা করতেন অবসরপ্রাপ্ত স্টেনোগ্রাফার সিরাজুল

|

পুলিশ কর্মকর্তা, সচিব কিংবা সরকারের বড় কর্মকর্তা পরিচয়ে ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সিরাজুল ইসলাম নামে একজনকে আটক করেছে সিআইডি।

বুধবার রাতে মোহাম্মদপুরের বসিলা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত সিরাজুল গণপূর্ত অধিদফতরে স্টেনোগ্রাফার হিসেবে কাজ করতেন। ২০১১ সালে অবসরে যাওয়ার পর থেকেই প্রতারণা শুরু করেন তিনি।

সাধারণত সরকারের নিম্ন ও মধ্য পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ফোন দিয়ে বলতেন, তাদের নামে অভিযোগ আছে। চাকরি চলে যাওয়ার ভয় দেখিয়ে বলতেন টাকা দিলেই হবে সমাধান।

তথ্য মন্ত্রণালয়ের মুদ্রিত টেলিফোন গাইড, ইন্টারনেট কিংবা কৌশলে সংগ্রহ করা মোবাইল নম্বরে ফোন দিয়ে প্রতারণা করে আসছিলেন সিরাজুল ইসলাম। প্রতিদিন নিয়ম করে অন্তত ২০ জনকে ফোন দিয়ে দু-একজনের কাছ থেকে টাকা আদায় করতেন তিনি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল মাসুদ জানান, সিরাজুলের ফোন ঘেটে অনেক নাম্বার পাওয়া গেছে। তার কাছে থাকা ফোন নাম্বার সম্বলিত বই থেকে সে প্রতিদিন টার্গেট করে প্রায় ৩০/৪০ জনকে ফোন দিতো। এর মধ্যে প্রতিদিনই ২ থেকে ৩ জনকে সে পেয়ে যেতো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply