জর্জিয়াতে ভোট পুন:গণনা করা হতে পারে

|

জর্জিয়াতে ভোট পুনঃগণনা করা হবে বলে জানিয়েছে রাজ্যটির সচিব বার্ড রাফেনসপার্গার। মূলত দুই প্রার্থী প্রাপ্ত ভোটের ব্যবধান খুব কম হওয়ায় এ রাজ্যে ভোট পুনঃগণনা করা হবে বলে জানান তিনি। খবর ইউএসএ টুডে’র।

রাজ্যটির নিয়ম অনুযায়ী যদি বিজয়ী প্রার্থীর চেয়ে কোন প্রার্থী ০.৫% কম ভোট পেয়ে থাকেন তাহলে তিনি ভোট পুনঃগণনার আবেদন করতে পারবেন।

রাজ্যটিতে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের চেয়ে ১৬০০ ভোট পেয়ে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।

জর্জিয়ার নির্বাচনী ব্যবস্থাপক গ্যাব্রিয়েল স্টার্লিং বলেন, আমরা একটি কম ব্যবধানের দিকে তাকিয়ে আছি। এখানে এখনো প্রায় ৪ হাজারের মতো ভোট গণনার বাকি রয়েছে। পুনঃগণনার ক্ষেত্রে এটি এই মাসের শেষ নাগাদ গড়াতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply