যুক্তরাষ্ট্রের প্রথম অশ্বেতাঙ্গ নারী এবং ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

|

৩ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেবেন বাইডেন?

মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের বিজয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রথম অশ্বেতাঙ্গ নারী এবং ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কমলা হ্যারিস।

আজ শনিবার যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। এখন পর্যন্ত ২৭৩টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন তিনি। পেনসিলভানিয়ায় ২০টি ইলেক্টোরাল জিতে ২৭০টির কোটা পূরণ করেন বাইডেন। প্রচলিত নিয়মে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন দুই নেতা।

এখনও নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা ও নেভাদায় ফল ঘোষণা বাকি। ভোট পুনঃগণনা চলছে জর্জিয়ায়। নর্থ ক্যারোলাইনা ছাড়া বাকি তিন রাজ্যেই এগিয়ে ডেমোক্র্যাট নেতা। হোয়াইট হাউজে পৌঁছাতে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোট দরকার ছিল বাইডেনের। ফলে স্পষ্টতই সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টি। ১৯শ’ সালের পর এ বছর নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি দেখেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সর্বকালের সর্বোচ্চ, সাত কোটি ৩০ লাখের বেশি ভোট পেয়েছেন বাইডেন। এছাড়া প্রায় সাত কোটি ভোট পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply