বিভক্তি দূর করে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার করলেন জো বাইডেন

|

বিভক্তি দূর করে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার জো বাইডেনের

বিভক্তি দূর করে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ারের উইলমিংটনে বিজয় সমাবেশ থেকে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।

তাকে নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানান মার্কিনীদের। বাইডেন বলেন, সমর্থকদের জন্য যেভাবে কাজ করবেন; যারা ভোট দেননি তাদের জন্যও একই একাগ্রতা নিয়ে কাজ করবেন তিনি। তিনি আরও জানান, লাল বা নীল শিবিরে জনগণকে বিভক্ত দেখতে চান না। পরিবর্তন আনবেন বিরোধীদের শত্রুপক্ষ হিসেবে দেখার সংস্কৃতিতে। প্রতিরক্ষা, স্বাস্থ্যসেবা, জলবায়ুসহ সব ইস্যুতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবেন বলেও আশ্বাস দেন বাইডেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply