ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে জায়ান্ট চেলসি। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত শেফিল্ড ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে ল্যাম্পার্ডের দল। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এলো স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। তিনে উঠে আসা চেলসির পয়েন্ট ৮ ম্যাচে ১৫। এক ও দুইয়ে থাকা সাউদাম্পটন ও লিভারপুলের পয়েন্ট ১৬। লিভারপুল অবশ্য ম্যাচ একটা কম খেলেছে (৭টি)।
শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে চেলসির শুরুটা ভালো হয়নি। স্ট্যাম্পফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে ৯ মিনিটে দুর্দান্ত টিম গোলে লিড নেয় শেফিল্ড। স্কোর শিটে নাম তোলেন ডেভিড ম্যাকগোল্ডড্রিক। ২৩ মিনিটে টমি আব্রাহামের গোলে সমতায় ফেরে চেলসি। ৩৪ মিনিটে হাকিম জিয়েচের অ্যাসিস্টে বেন চিলওয়েল গোল করলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। ৭৭ মিনিটে আবারো জিয়েচের অ্যাসিস্ট। মরক্কোর এই উইঙ্গারের ক্রস থেকে চেলসির জার্সিতে প্রথম গোল করেন থিয়াগো সিলভা। ৮০ মিনিটে টিমো ভার্নার স্কোর শিটে নাম তুললে ৪-১ স্কোর লাইনে শেষ হয় ম্যাচ।
Leave a reply