খাওয়ার দুধে ডেইরি কর্মীর গোসলের ভিডিও ছড়াতেই বন্ধ কারখানা

|

খাওয়ার দুধে ডেয়ারি কর্মীর গোসলের ভিডিও ছড়াতেই বন্ধ কারখানা

মানুষের কত রকম শখ থাকে। আর সেই শখ পূরণ করতে গিয়ে শেষ পর্যন্ত যে হাজতবাসও করতে হতে পারে সেটা দেখা গেল তুরস্কের এক ডেইরি সংস্থার দুই কর্মীর ক্ষেত্রে। দুধের চৌবাচ্চায় গোসলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর হাজতে জায়গা হয় ওই দুই অভিযুক্তের। খবর আনন্দবাজার পত্রিকার।

ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি দুধ প্রক্রিয়াকরণ কারখানার ভেতরে এক কর্মী দুধ ভর্তি চৌবাচ্চায় গোসল করছেন। মগে করে জলের মতো দুধ তুলে মাথায় ঢালছেন। যেভাবে কেউ বাথটাবে গোসল করে একেবারে সেই ভাবে।

এই গোটা ঘটনা দ্বিতীয় কেউ ক্যামেরাবন্দি করেন। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার জেরে গ্রেফতার করা হয় ওই দুধে গোসল করা ব্যক্তি এবং ক্যামেরাম্যানটিকেও। দুধে গোসল করে গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম উগুর টুটগুট। ইউটিউবে ভিডিওটি ৬ নভেম্বর আপলোড হয়েছে। আর তারপরই সেটি ভাইরাল হতে সময় নেয়নি।

এই ভিডিও সামনে আসার পর ওই দুধ প্রক্রিয়াকরণ কারখানাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন কারখানাটিকে জরিমানাও করেছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply