ক্ষমতা হস্তান্তর হবেই, কেউ তা বন্ধ করতে পারবে না: বাইডেন

|

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী ফল মেনে না নেয়াটা বিব্রতকর। তবে কোনো কিছুই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার উইলমিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ট্রাম্প প্রশাসনের দাবি ও আইনি পদক্ষেপ পুরোপুরি ভিত্তিহীন। ২০ জানুয়ারি নিয়ম অনুযায়ীই কার্যকর হবে জনগণের রায়। সুপ্রিম কোর্টে বাঁধার মুখে পড়লেও মার্কিনীদের স্বার্থে ওবামা হেলথকেয়ার সুরক্ষার কথাও বলেন বাইডেন।

এদিন বেশ কয়েকজন বিশ্বনেতার সাথে ফোনালাপ করেন বাইডেন। একইদিন টুইটবার্তায় আবারও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তাকে পরাজিত বলে ভাবা হলেও, প্রকৃত জয়ী তিনিই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply