বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট, প্লেয়ার ড্রাফটে নাম নেই মাশরাফীর

|

বিসিবির বিপ টেস্টে উত্তীর্ণ ক্রিকেটারদের নিয়ে করা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটের প্লেয়ার ড্রাফটে মোট জায়গা পেয়েছে ১৫৭ জন। আগামীকাল বেলা ১২ টায় এই নিলাম কার্যক্রম শুরু হবে রাজধানীর একটি হোটেলে। যেখানে মোট চার ক্যাটাগরিতে খেলোয়ারদের কিনতে পারবে দলগুলি। এ ক্যাটাগরিতে যারা সুযোগ পাবেন তাদের মুল্য নির্ধারন করা হয়েছে ১৫ লক্ষ টাকা করে। বি ক্যাটাগরির জন্য নির্ধারিত মুল্য ১০ লক্ষ টাকা। সি ক্যাটাগরির জন্য নির্ধারিত মুল্য ৬ লাখ। আর ডি ক্যাটাগিরতে খেলোয়াদের মূল্য ধরা হয়েছে ৪ লক্ষ টাকা ।

এ ক্যাটাগিরতে খেলোয়াড়রা হচ্ছেন: মুশফিকুর রহিম,সাকিব আল হাসান, তামিম ইকবাল,মুসতাফিজির রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ।

বি ক্যাটাগরিতে রেয়েছন :লিটন দাস, ইমরুল কায়েস, মিঠুন, সৌম্য সরকার, মেহেদী মিরাজ, সাইফুদ্দিন, শফিউল ইসলাম, আবু জায়েদ রাহী, আল আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, শেখ মাহেদী, আফিফ হোসেন, নাইম শেখ, মোসাদ্দেক, ইরফান শুক্কুর, মমিনুল, তাইজুল, নাইম হাসান।

সি ক্যাটাগরিতে রয়েছে : হাসান মাহমুদ, সাব্বির রহমান, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, জহুরুল , ফরহাদ রেজা, ফজলে রাব্বি, ইয়াসীর আলী, রনি তালুকদার, সুমন খান, সানজামুল, কামরুল রাব্বি, আমিনুল বিপ্লব, শামসুর রহমান, শহিদুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, জাকির আলী, মেহেদী রানা. আরাফাত সানি, রিশাদ, নাসুম

ডি ক্যাটাগরিতে রয়েছেন : তানজিদ তামিম, পারভেজ ইমন, শাহাদত দিপু, আকবর আলী, শামীম, তানভীর, হাসান মুরাদ, আল আমিন, আফ্রিদি, মাহিদুল অঙ্কন, মৃত্যুঞ্জয়, মাহমুদুল জয়, নোমান সাগর, রাকিবুল হাসান, শাহিন আলম, তৌহিদ হৃদয়, শফিকুল ইসলাম, শরীফুল ইসলাম, আরিফুল হক, রুবেল মিয়া ,শাহরিয়ার নাফিস ,জুনায়েদ সিদ্দিকী ,শুভাগত হোম, সোহরাওয়ার্দী শুভ, সালাউদ্দিন শাকিল, সাজ্জাদুল হক,মোহর শেখ, সাখাওয়াত হোসেন, ইফতেখার সাজ্জাদ রনি, নাজমুল ইসলাম অপু, সাদমান ইসলাম, সনিজত সাহা, মনির হোসেন, নূর হোসেন, সাজেদুল ইসলাম ,এনামুল জুনিয়র, অভিষেক মিত্র, নাদিফ চৌধুরী, আবদুল মজিদ ,জিয়াউর রহমান, মুক্তার আলী, জাকির হাসান ,মোহাম্মদ আশরাফুল, দেলোয়ার হোসেন, তানভীর হায়দার, মেহেদি মারুফ ,রবিউল হক, মিজানুর রহমান, আব্দুল হালিম, নাঈম ইসলাম, নাইম ইসলাম জুনিয়র, সালমান হোসেন ,হোসেন আলী ,জুবায়ের হোসেন লিখন ,ফেরদৌস জাবেদ, পিনাক ঘোষ ,আসিফ হাসান,ফারদিন হোসাইন, রবিউল ইসলাম ,আব্দুর রাজ্জাক, আবিদ হোসেন, নিহাদুজ্জামান ,হাবিবুর রহমান ,মোঃ হাসানুজ্জামান, আবু সায়েম ,সালমান হোসেন ,তাইবুর রহমান ,মাহমুদুল হাসান লিমন, মোহাম্মদ জসিম উদ্দিন, ইমরান আলী ,মোহাম্মদ শরীফ উল্লাহ, মশিউর রহমান, রাকিন আহমেদ, ইরফান হোসেন,জয়রাজ শেখ, শফিউল হায়াত, মেহরাব হোসেন ,আলী আহমেদ ,মানিক ,রায়হান উদ্দিন, সাহবাজ, আজমীর আহমেদ, হাওলাদার, শাহনুর রহমান, আলিস আল ইসলাম, শাকিল হোসেন, মাসুম খান, টিপু সুলতান ,মোহাম্মদ রাকিব ,মাসুম খান, মোঃ রুয়েল মিয়া, মোহাম্মদ সৈকত আলী ,আলাউদ্দিন বাবু, নাহিদুল ইসলাম , সাদিকুর রহমান, মোঃ নুরুজ্জামান ,আহমেদ, ইমরান, আরাফাত সানী, তুহিদুল ইসলাম, আনিসুল, মেহেদী হাসান, রনি চৌধুরি, রবিন দাস, ইয়াসির আরাফাত মিশু ,সাদিকুর রহমান

এই চার ক্যাটাগরির খেলোয়াড়দের মধ্যে যে কাউকেই দলে ভেড়াতে পারবেন দলগুলো।
তবে প্রতি দলে ১৬ জনের বেশি খেলোয়াড় নেয়া যাবে না বলেও জানায় বিসিবি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply