নিম্নমুখী সবজি-বাজার, বাড়তি চাল-ডাল-ভোজ্যতেল

|

নিম্নমুখী সবজি-বাজার, বাড়তি চাল-ডাল-ভোজ্যতেল

রাজধানীর বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। কিছুটা লাগাম এসেছে দামে। ছোট আকারের ফুলকপি ও বাঁধাকপির দাম প্রতিটি ৪০ থেকে ৪৫ টাকা চাইছেন বিক্রেতারা। শিমের কেজি ৫০ থেকে ৬০ টাকা।

বেগুন, গাজর, মুলা ও বরবটির কেজি, মানভেদে ৪০ থেকে ৫০ টাকা। চিচিঙ্গা, শসা, ঝিঙে, ঢ্যাঁড়স ও পটোলের দামও কমেছে। এসব সবজি প্রতি কেজির জন্যে গুণতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। ত্রিশ টাকায় মিলছে প্রতি আড়াই’শ গ্রাম কাঁচামরিচ।

বিক্রেতারা বলছেন, শীতের সাথে সবজির সরবরাহ আরও বাড়বে। তখন দামও হাতের নাগালে চলে আসবে।

তবে, চাল ও ভোজ্যতেলের দাম কমার লক্ষণ নেই। বাজারে ছোট দানার মসুর ডাল ১১০ থেকে ১১৫ টাকা ও মোটা দানার মসুর ডাল ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply