বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে এক হাজতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কারা কর্তৃপক্ষ। ভোররাতে কারা অভ্যন্তরের হাসপাতালের বাথরুমে এ ঘটনা ঘটে। ময়না তদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, নিজ বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে সদর উপজেলার চৌহুতপুর এলাকার হানিফ খলিফার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হয়। গেল ৩০ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেন হানিফের স্ত্রী। ওই মামলায় গ্রেফতারের পর গেল ১ অক্টোবর থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে আছেন হানিফ। ডিএনএ টেষ্টের জন্য কয়েক দিন আগে তাকে কারাগারের বাইরে যেতে হয়। কারাগারে ফেরার পর তাকে কারা অভ্যন্তরের হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো।
হাসপাতালে থাকা কয়েদিদের মশারি দেয়া হয়। সেই মশারি ছিড়ে তা দিয়ে রশি তৈরি করেন হানিফ। ভোররাতে সবার অগোচরে বাথরুমে থাকা পানির পাইপের সাথে গলায় ফাঁস দেয় সে।
তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
Leave a reply