আগামী ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট। পাঁচ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টা থেকে আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
তবে শুক্রবারের ম্যাচগুলোর ক্ষেত্রে দেড়টার জায়গায় দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। দ্বিতীয় ম্যাচের ক্ষেত্রে সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৭টা।
উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী। ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এলিমিনেটর রাউন্ড ও প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ। ২২ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শেষে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।
Leave a reply