দেশে আসার পর থেকেই নানা আলোচনা-সমালোচনায় টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। কখনো শো-রুম; কখনো বা কলকাতায় পূজা উদ্বোধন নিয়ে যেমন আলোচিত হয়েছেন। তার সাথে বিপ টেস্ট-ইয়োইয়ো টেস্টের ধোঁয়াশা তো আছেই। অভিযোগ আছে ভক্তের মোবাইল ছুঁড়ে ফেলারও।
তবে এসব কিছু ছাপিয়ে সাকিবের মনোযোগ এখন ক্রিকেটে। অনুশীলনও শুরু করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। চেষ্টায় আছেন স্বরূপে প্রত্যাবর্তনের।
কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই সাকিবকে সহযোগিতা করে যাচ্ছেন। বাইশ গজের সাকিবকে কত দ্রুত ফিরে পাওয়া যায় সেটাই লক্ষ্য তাদের।
সাকিবকে নিয়ে এসব আলোচনা-সমালোচনায় মোটেই চিন্তিত নয় তার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। যমুনা নিউজকে তিনি জানান, সাকিব ক্রিকেটটা ঠিকঠাক খেলছে কিনা সেটাই হচ্ছে আমার কাছে সবচাইতে বড় ব্যাপার। এর বাইরে সে কি করছে সে সব বিষয় নিয়ে আমাদের মাথা ঘামানো উচিত নয়।
অবশ্য বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটে কোচকে একই দলে পাচ্ছেন না সাকিব। তিনি খেলবেন খুলনার হয়ে আর মোহাম্মাদ সালাউদ্দিন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের।
Leave a reply