মাস্ক পরার সচেতনতা বাড়াতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান

|

মাস্ক পরার ব্যাপারে সচেতনতা বাড়াতে রাজধানীতে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর ধানমন্ডি এলাকার বিভিন্ন সড়কে চলে এ অভিযান। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিশা রানী কর্মকার।

এ সময় মাস্ক না পরায় বাস, প্রাইভেট কার, রিকশার যাত্রী ও পথচারীদের জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বেশির ভাগ মানুষই মাস্ক পরার ব্যাপারে উদাসীন। সচেতনতা বাড়াতে অভিযান অব্যাহত থাকবে। পরে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply