জামালের সঙ্গে সেলফি তুলতে যাওয়া সেই হাসিবকে ছেড়ে দিয়েছে পুলিশ

|

বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিতীয় ম্যাচ চলাকালে এক দর্শক মাঠে প্রবেশ করে। মঙ্গলবার ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনি পূর্ব গ্যালারি থেকে মাঠের মধ্যে ঢুকে পড়েন। নিরাপত্তা কর্মীরা প্রথমে হেফাজতে রাখলেও রাতে তাকে ছেড়ে দিয়েছে।

পল্টন মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, মাঠে প্রবেশকারী ছেলেটির নাম হাসিব (১৫)। সে নবম শ্রেণিতে পড়ে। অনেক আবেগি হয়ে সে মাঠে ঢুকে পড়েছিল। বাফুফের থেকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার রাতে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

বাফুফে থেকে জানানো হয়েছে যে, রাতেই হাসিবের পরিবারকে ডেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে। হাসিবের বয়স আঠারো বছরের কম হওয়ায় তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply