মাস্ক না পরায় বগুড়ায় অর্ধশত নাগরিককে অর্থ ও কারাদণ্ড

|

বগুড়া ব্যুরো

করোনাকালীন স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় বগুড়ায় অন্তত অর্ধশত নাগরিককে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার শহরের প্রবেশমুখ মাটিডালি বিমান মোড় এলাকা এবং সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় আদালত পরিচালনা করে এসব দণ্ড দেন জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মাটিডালি বিমানমোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান। এ সময় মাস্ক না পরায় তিনি ১৭ জনকে অর্থদণ্ড এবং একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পথচারীদের পাশাপাশি মাস্ক ছাড়া যাত্রী পরিবহণ করায় বেশ কয়েকজন পরিবহণ চালককেও এ সময় অর্থদণ্ড দেয়া হয়।

অন্যদিকে, শহরের জিরোপয়েন্ট সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকাতেও স্বাস্থ্যবিধি সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়েছে বুধবার। এই অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা ও নাসিম রেজা সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ মোতাবেক ৩০ জনকে ৩১ হাজার টাকা অর্থদণ্ড এবং ২ জনকে ১ দিন করে কারাদণ্ডাদেশ দেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply