আইএস বিরোধী অভিযানে ১৪শ’র মতো বেসামরিক মানুষের প্রাণহানির তথ্য স্বীকার করলো যুক্তরাষ্ট্র। বুধবার, অনুসন্ধানী সংস্থা- এয়ারওয়ার্স প্রকাশ করে এ বিষয়ক প্রতিবেদন।
তাতে, ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে ইরাক-সিরিয়ায় চালানো অভিযানের তথ্য তুলে ধরা হয়। মার্কিন বাহিনীর দাবি- ৩৪১টি বেসামরিক হামলার ঘটনা লিপিবদ্ধ রয়েছে। যাতে প্রাণ হারান কমপক্ষে ১৪শ’ মানুষ।
কিন্তু, এয়ারওয়ার্সের অনুসন্ধানী তথ্য অনুসারে, মার্কিন অভিযানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮ থেকে ১৩ হাজারের ওপর বেসামরিক। এমনকি, কোথায়-কখন হামলা হয়েছে তাও বিস্তারিত জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে, বেসামরিকদের কাছে ক্ষমাপ্রার্থনা এবং ক্ষতিপূরণ দিতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করার পথ পরিষ্কার হলো।
Leave a reply