যে কোনো পণ্যের রফতানি মূল্য সাত মাসের মধ্যে দেশে আনা যাবে। আগে এ সুযোগ মিলতো শুধু তৈরি পোশাকে। তবে এখন পাট, চামড়াসহ সব পণ্যেই এ সুবিধা মিলবে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এমনটাই জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা চালু থাকবে। আগে ১২০ দিনের মধ্যে অর্থ দেশে আনতে হতো। ওই সময়ের মধ্যে রফতানি মূল্য না এলে ব্যবসায়ীরা সরকারের নগদ সহায়তা ও অন্য ব্যাংকিং সুবিধা পেতেন না। করোনার কারণে গেল ১৯ মার্চ সময়সীমা বাড়িয়ে ১৮০ দিন করা হয়। দ্বিতীয় দফায় এ সময় বাড়ানো হল।
তবে, তৈরি পোশাকের পাশপাশি যে কোনো খাতের রফতানিকারকরা এখন এই সুবিধাগুলো পাবে। করোনার ক্ষতি পুষিয়ে দিতে সব খাতের রফতানিকারকদের এই সুবিধা দিলো সরকার।
Leave a reply