ইপিএল ফুটবলে আজ মুখোমুখি হবে ম্যানসিটি ও টটেনহ্যাম

|

ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ওয়েস্ট ব্রমউইচকে উড়িয়ে দেয়ার লক্ষ্যেই মাঠে নামবে ম্যানচেস্টার উইনাইটেড। অন্যদিকে দুর্বল ওয়েন্ট ব্রমউইচের লক্ষ্য স্বাগতিকদের বিপক্ষে লড়াই করা। তবে পয়েন্ট টেবিলে উইনাইটেডের অবস্থান খুব একটা ভালো নয়। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ তম স্থানে তারা।

আরেক ম্যাচে লন্ডন স্টেডিয়ামে বিগ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে টটেনহাম। ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে টটেনহাম, আর ১ ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির অবস্থান ১০ নম্বরে। যদিও শেষ ৫ ম্যাচে হার নেই সিটিজেনদের। ফলে নতুন উদ্যমে মাঠে নামবে গার্দিওলা শিষ্যরা।

ইতালিয়ান লিগে ক্যালিয়ারিকে আতিথ্য দেবে য়্যুভেন্টাস। তবে ভয়ে আছেন রোনালদোরা। কারণ, গত জুলাইয়ে অবশ্য য়্যুভেন্টাসকে হারাবার সুখ-স্মৃতি রয়েছে ক্যালিয়ারির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply