স্প্যানিশ ফুটবল লিগের সূচি নিয়ে বেশ মনোক্ষুন্ন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কোচ জিনেদিন জিদান ও রোনাল্ড কোম্যান। তাদের মতে এত টাইট শিডিউলে খেললে সবচাইতে বড় ক্ষতির মুখে পড়বে খেলোয়াড়রা।
এ নিয়ে জিনেদিন জিদান বলেন, বিষয়টি নিয়ে আমি চিন্তিত। খেলোয়াড়দের স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা সূচি করেছেন তারা অনেক বিষয় মাথায় রেখেই করেছেন কিন্তু শেষ পর্যন্ত ভুক্তভোগী খেলোয়াড়রাই। আগামী ৩৩ দিনে দশটি ম্যাচ খেলবে রিয়াল। লিগের এই সূচি নিয়ে বাড়তি চিন্তায় পড়েছেন জিদান।
এদিকে, একই বিষয় নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যানের। স্থানীয় গণমাধ্যমে এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন তিনি। তিনি বলেন, এ ধরনের সূচি খেলোয়াড়দের শেষ করে দেয়, আমাদের প্রায় প্রতি তিনদিনে একটি করে ম্যাচ খেলতে হবে। সঙ্কট মোকাবিলায় অবশ্যই বড় ক্লাবগুলোকে খেলোয়াড়দের নিয়ে নতুন কিছু ভাবতে হবে।
আন্তর্জাতিক বিরতির পর আজ রাতেই আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল ও বার্সেলোনা।
Leave a reply