টাঙ্গাইলে মাক্স ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

|

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্কবিহীন চলাফেরা করায় ৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে গোপালপুরের কোনাবাড়ী বাজারে ও পৌর শহরের প্রধান প্রধান চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জনকে ২ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা, তার সঙ্গে ছিলেন গোপালপুর থানার এসআই শাহাদত হোসেন।

ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, দ্বিতীয় দফায় করোনা মোকাবিলার জন্য সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর সেকারণেই এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি, যেনো সবাই মাস্ক ব্যাবহার করে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply