চিকিৎসা প্রদানে অনিয়ম; চট্টগ্রামের পিপলস হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা

|

চিকিৎসা প্রদানে নানা অনিয়মের দায়ে চট্টগ্রামের পিপলস হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার ও সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি।

ম্যাজিস্ট্রেট আলী হোসেন জানান, হাসপাতালটিতে অপারেশন করা হয়। অথচ নিয়মানুযায়ী আইসিইউ নেই। সার্বক্ষণিক কনসালটেন্ট রাখা এবং ব্লাড ব্যাংকের কোনো ব্যবস্থাও রাখেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

অভিযোগ উঠেছে, গেলো ১৭ নভেম্বর পিপলস হাসপাতালে পান্না আক্তার নামে এক নারীর স্বাভাবিক প্রসব হলেও পরবর্তীতে অপারেশন করে জরায়ু কেটে বাদ দেওয়া হয়। অপারেশনের জন্য বিল নেয়া হয় ১ লক্ষ ৩৫ হাজার টাকা। কিন্তু পরে তাকে চিকিৎসা না দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply