গুয়াতেমালায় সরকার বিরোধী আন্দোলন, পার্লামেন্টে আগুন

|

ছবি: বিবিসি।

সরকার বিরোধী আন্দোলনে উত্তাল গুয়াতেমালা। রোববার দেশটির পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

বুধবার কংগ্রেসে নতুন বাজেট পাসের পর থেকেই উত্তপ্ত দেশটির পরিস্থিতি। রোববারও রাজপথে নামে হাজারো মানুষ। বাজেটে সরকারের মদদপুষ্ট বড় বড় কোম্পানির স্বার্থ দেখা হয়েছে বলে অভিযোগ তাদের।

বিক্ষোভের এক পর্যায়ে সহিংস হয়ে ওঠে তারা। পরবর্তীতে দাঙ্গা ঠেকিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আন্দোলনকারীদের দাবি, কোভিড নাইনটিনের প্রভাবে বিপর্যস্ত অর্থনীতি নিয়ে কোনো পরিকল্পনা নেই বাজেটে।

মধ্য আমেরিকার এ দেশটিতে সাম্প্রতিক দু’দফা ঘূর্ণিঝড়ে সর্বস্ব হারিয়েছে বহু মানুষ। বিপর্যয় কাটিয়ে উঠতে সরকারের কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ সাধারণ মানুষের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply