যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত বাইডেন সরকারকে ইরান পরমাণু চুক্তিতে না ফেরার আহ্বান জানিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল।
রোববার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে এ আহ্বান জানান। নেতানিয়াহু বলেন, ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি নিয়ে নতুন করে ভাবার সুযোগ নেই। নতুন বাইডেন সরকারকে এ বিষয়ে ফের না জড়ানোর আহ্বান জানাই।
যদিও এর আগে ইরান চুক্তিটির সব শর্ত মেনে চললে ক্ষমতা গ্রহণের পর পুরোনো চুক্তিতে ফেরার ব্যাপারে ভাববেন বলে জানিয়েছেন জো বাইডেন।
তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখা এবং অস্ত্র তৈরির দিকে না এগোনোর শর্তে ২০১৫ সালে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয় পশ্চিমা বিশ্ব। যার তুমুল বিরোধিতা করে ইসরায়েল। এরপর ২০১৮ সালে অকার্যকর দাবিতে চুক্তিটি বাতিল করে ট্রাম্প প্রশাসন।
Leave a reply