কক্সবাজারে জমে উঠেছে মহিষের লড়াই

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে জমে উঠেছে মহিষের লড়াই। উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের চৌধুরী পাড়ায় অনুষ্ঠিত হচ্ছে এ লড়াই। লড়াই দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে প্রতিযোগিতায় তিন জোড়া মহিষের লড়াই অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা চলবে দু’মাস ধরে। গ্রামের মানুষের মধ্যে সম্প্রীতি ধরে রাখতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

ধান কাটা শেষ, তাই শত শত একর জমি পড়ে আছে খালি। আবারও চাষ হবে দুই মাস পর। এই সুযোগে শীত মৌসুমে এই জমিতে জমে উঠেছে মহিষের লড়াই।

প্রতিদিন সকাল ৯টায় লড়াই শুরু হয় কিন্তু শীত উপেক্ষা করে সকাল ৬টা থেকেই উখিয়ার চৌধুরী পাড়ায় আসতে শুরু করে মানুষ। দূর-দূরান্ত থেকে আসা মানুষের পদচারণায় জমে উঠেছে মহিষের লড়াই। থেমে থেমে চলে এ লড়াই। যা দেখে উল্লসিত দর্শকরা।

মঙ্গলবার প্রথম লড়াইয়ে জয়ী হয় জোবায়েরের মহিষ। আধা ঘণ্টার এ লড়াইয়ে হার মেনে পালিয়ে যায় নাছিরের মহিষ। আর ২৪ বারের জয়ী মহিষকে হারাতে পেরে দারুণ খুশি নতুন জয়ী জোবায়ের।

আয়োজকরা জানালেন, গ্রামের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন ধরে রাখতে প্রতিবছর শীত মৌসুমে এ লড়াইয়ের আয়োজন করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply