তিন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় দুই হাসপাতালের দেয়া প্রতিবেদনের ওপর হাইকোর্টে আজ শুনানি হয়েছে। শুনানিতে চারজন অ্যামিকাস কিউরি নিয়োগ দেয়া হয়েছে। পরবর্তী শুনানি হবে আগামী ১৮ জানুয়ারি।
বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। চার অ্যামিকাস কিউরি হলেন, জেড আই খান পান্না, শাহদীন মালিক, মনজিল মোরশেদ ও ঢাকা মেডিকেলের একজন শিশু বিশেষজ্ঞ।
হাইকোর্টে বিএসএমএমইউ জানায়, দুই নবজাতককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আর শিশু হাসপাতাল জানিয়েছে, হাসপাতালে শিশু দুটিকে আনা হয়েছিলো এটা কর্তৃপক্ষকে জানানো হয়নি। বাড়তি খরচের কথা চিন্তা করে বাবা নবজাতক দুই শিশুকে নিয়ে চলে যায়।
গত ২রা নভেম্বর রাজধানীর মুগদা ইসলামি ব্যাংক হাসপাতালে নেয়ার পথে সিএনজির ভেতরে জমজ নবজাতকের জন্ম হয়। পরে তিনটি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পাওয়ার অভিযোগ করা হয়। হাইকোর্ট এ বিষয়ে তিনটি হাসপাতালকে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়।
ইউএইচ/
Leave a reply