নিউজিল্যান্ডের পূর্ব উপকূলে ভেসে উঠেছে প্রায় ১শ’টি মৃত পাইলট তিমি

|

নিউজিল্যান্ডের পূর্ব উপকূলে ভেসে উঠেছে প্রায় ১শ’টি মৃত পাইলট তিমি। চাথাম আইল্যান্ডে সন্ধান মিলেছে মৃতদেহগুলোর।

বুধবার কিউই প্রশাসন জানায়, প্রায় এক সপ্তাহ ধরে ডাঙায় আটকা পড়ে ছিল বেশিরভাগ তিমি। এ বিষয়ে রোববার খবর পেলেও, দ্বীপটি বেশ দুর্গম বলে ব্যাহত হয় উদ্ধার তৎপরতা। তিনদিনের চেষ্টায় বাঁচানো গেছে মাত্র ২৬টি তিমিকে।

পরিবেশ সংরক্ষণ বিভাগের তথ্য অনুযায়ী, ৯৭টি পাইলট তিমির সাথে মারা গেছে কমপক্ষে ৩টি ডলফিন। প্রায় প্রতি বছরই দ্বীপটিতে ডাঙায় আটকে প্রাণ যায় বিপুলসংখ্যক পাইলট তিমির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply