২৩৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরব বাংলাদেশ ব্যাংকের (এবি ব্যাংক) সাবেক চেয়ারম্যান, ৯ সাবেক ও বর্তমান পরিচালকসহ ২৩ জনের বিরুদ্ধে আলাদা তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
দুবাই ও সিঙ্গাপুরে পর্যায়ক্রমে ১৬০ কোটি ৮০ লাখ টাকা, ৬০ কোটি ৪০ লাখ টাকা এবং ১৪ কোটি ৮৮ লাখ টাকা পাচার ও আত্মসাৎ করেছেন তারা। এর মধ্যে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও পরিচালক ফিরোজ আহমেদ রয়েছেন।
এবি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের গ্রাহক সিম্যাটসিটি জেনারেল ট্রেডিং, এটিজেড কমিউনিকেশন লিমিটেড এবং ইউরো কারস হোল্ডিং প্রাইভেট লিমিডেটকে ব্যবহার করে সিঙ্গাপুর ও দুবাইয়ে ঋণের আড়ালে এসব অর্থ পাচার করা হয়েছে বলে মামলায় উল্লেখ আছে।
Leave a reply