২৪ ঘণ্টা বিশ্বজুড়ে করোনায় মৃত আরও ১১ হাজার

|

বিশ্বজুড়ে ১৪ লাখ ৩৭ হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। ২৪ ঘণ্টায়ও মৃত্যুসংখ্যা ছিলো ১১ হাজারের কাছাকাছি।

নতুনভাবে ৫ লাখ ৩৪ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। সবমিলিয়ে, সংক্রমিত ৬ কোটি ১২ লাখের ওপর মানুষ। দিনের সর্বোচ্চ ১৩শ’ মানুষের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি দু’লাখ ৭০ হাজারের কাছাকাছি।

অন্যদিকে, আগস্টের পর আবারও একদিনে সাড়ে ৮শ’র বেশি মৃত্যু রেকর্ড করলো মেক্সিকো। এছাড়া, ৮২২ জনের প্রাণহানির দেখলো ইতালি। যা মার্চের পর দেশটিতে সর্বোচ্চ প্রাণহানি। ব্রাজিলে ৭শ’র মতো প্রাণহানি রেকর্ড হলো গেলো ২৪ ঘণ্টায়। এছাড়া- ৫ থেকে ৬শ’র মতো মৃত্যু হয়েছে রাশিয়া, পোল্যান্ড ও ব্রিটেনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply