বিতর্কিত ৩টি কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রয়োজনে ছ’মাস বিক্ষোভ-আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিলো ভারতীয় কৃষকরা।
দেশটির কেন্দ্রীয় পুলিশের পেটোয়া বাহিনীর ব্যারিকেড জলকামান, টিয়ার গ্যাস সত্ত্বেও ভারতের ৬টি রাজ্যের কৃষকরা জমায়েত হয়েছেন রাজধানী নয়াদিল্লির সীমান্তে। সেখানেই প্রায় ৫০ হাজার কৃষক তাদের পরিবার খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন।
এর আগে, পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তে পদযাত্রা রুখে দেয়ার চেষ্টা চালানো হয়। কিন্তু, জনস্রোতের ঠেকাতে ব্যর্থ হয় রাজ্য সরকার।
সংযুক্ত কিষাণ মোর্চা এবং অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষের আহ্বানে সাড়া দিয়েই দিল্লি অভিমুখে যাত্রা করেছেন হাজার হাজার মানুষ। তাদের একটাই দাবি- সেপ্টেম্বরে পার্লামেন্টের উভয়কক্ষে পাস হওয়া এবং রাষ্ট্রপতির স্বাক্ষরিত ৩টি কৃষি আইনের প্রত্যাহার। অভিযোগ- এরফলে মুনাফা ভোগ করবেন ধনী ব্যবসায়ীরাই।
Leave a reply