ঝালকাঠির রাজাপুর উপজেলার আদর্শপাড়া এলাকা থেকে মধ্য বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝালকাঠি- ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে জাহাঙ্গীর নামে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়ির প্রবেশ পথে লাশটি পরে থাকতে দেখে পথচারীরা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করে।
মৃত ব্যক্তির পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তাতে নাম লেখা রয়েছে মো. আজিজ, বয়স ৪৫, ঠিকানা এ্যলিফ্যান্ট রোড, ঢাকা। যে বাড়ির প্রবেশ পথে লাশটি পরে ছিলো সেই বাড়ির মালিক জাহাঙ্গীর পুলিশকে জানিয়েছে, সকালে এলাকার মানুষের ডাক চিৎকারে ঘর থেকে বের হয়ে তিনি ঘটনাটি শুনেন এবং দেখেন।
প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কারা কি কারণে হত্যা করেছে তা জানতে পারেনি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সকাল সাড়ে ১০ টায় ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর রাজাপুর সার্কেলের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a reply