১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ইতালিয়ান ফুটবল ক্লাব নাপোলি’র হয়ে খেলেছিলেন ম্যারাডোনা। নাপোলি যেমন ম্যারাডোনার প্রতি কঠিন ভালোবাসা জন্মেছিল, ঠিক তেমনি নাপোলির জন্য ম্যারাডোনারও ছিলো গভীর প্রেম। নাপোলি ছাড়ার পর থেকে ১০ নাম্বর জার্সিটি আর কোন খেলোয়াড়কেই পড়তে দেননি ইতালিয়ান এই ক্লাবটি।
গেল ২৫ নভেম্বর বিশ্ব ফুটবলের কিংবদন্তির হঠাৎ মৃত্যৃতে শোকে মুহ্যমান হয়ে যায় পুরো বিশ্ব। ঠিক তেমনি নাপোলিও হারিয়ে ফেলে ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারকে। তবে ম্যারাডোনাকে একেবারে হারিয়ে যেতে দেয়নি নাপোলি।
উয়েফা ইউরোপা লিগে গ্রুপ পর্বের ম্যাচে স্তাদিও সান পাওলো স্টেডিয়ামের দর্শক শূন্য গ্যালিরিতে শোভা পাচ্ছিলো দিয়াগো ম্যারাডোনার ছবি।
ম্যারাডোনার অবসরের পর থেকে ১০ নম্বর জার্সিটি কখনোই কারো গায়ে ওঠেনি সেই ১০ নম্বর জার্সি আর ম্যারাডোনার নাম নিয়েই পুরো দল সেদিন মাঠে নেমেছিল রিজেকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে। এই ম্যাচে রিজেকাকে ২-০ গোলে হারিয়ে এফগ্রুপের শির্ষে উঠে গেছে ম্যারাডোনার নাপলি।
Leave a reply