আজ শুক্রবার দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। একইসাথে দেশের অন্য এলাকার মাপমাত্রা সামান্য কমার সম্ভবনা আছে। সকালে আবহাওয়া অধিদফতর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া বার্তায় আগামী তিন দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানানো হয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কয়েক জায়গায় হালকা কুয়াশা পড়তে পারে।
আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে, ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
Leave a reply