সাতক্ষীরায় ১৫ দিন বয়সী শিশুকে হত্যার অভিযোগ উঠেছে বাবা ও মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গতরাতে সাতক্ষীরা সদরে শিশুটির নানাবাড়িতে সেপটিক ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার হাওয়ালখালী গ্রামে নানার বাড়িতে গিয়ে ঘর থেকে নিখোঁজ হয় শিশুটি। খোঁজাখুঁজির পরও মেলেনি হদিস। পরে অসংলগ্ন কথাবার্তা শুনে শিশুর বাবা সোহাগ ও মা ফাতেমাকে আটক করেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে সন্তান হত্যার কথা স্বীকার করেছেন মা-বাবা। তারা জানান, মরদেহ ফেলা হয় সেপটিক ট্যাঙ্কে। শিশুটি হার্ট ও কিডনির সমস্যা নিয়ে জন্ম নেয়ায় বাবা-মা খুন করে বলে জানায় পুলিশ।
ইউএইচ/
Leave a reply