বিশ্বে ১৪ লাখ ৬৫ হাজার প্রাণ কেড়ে নিলো করোনা

|

বিশ্বজুড়ে ১৪ লাখ ৬৫ হাজারের কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। ২৪ ঘণ্টায়ও মারা গেছেন ৭ হাজারের বেশি।

নতুনভাবে কোভিড নাইনটিন শনাক্ত হয়েছে ৫ লাখের মতো মানুষের শরীরে। বিশ্বে মোট সংক্রমিত ৬ কোটি ৩০ লাখের বেশি। দৈনিক সংক্রমণ ও প্রাণহানিতে এখনো শীর্ষে যুক্তরাষ্ট্র। ৮ শতাধিক মৃত্যুতে দেশটির মোট প্রাণহানি দু’লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে।

রোববার দ্বিতীয় সর্বোচ্চ ৫৮৬ জনের মৃত্যু দেখেছে মেক্সিকো। ইতালিতেও এ সংখ্যা ৫৪১; মহামারির সেকেন্ড ওয়েভের ধাক্কায় আবারও বিপর্যস্ত ইউরোপের দেশটি। এদিন রাশিয়া ও ভারতে দৈনিক মৃত্যু ছিলো সাড়ে ৪শ’র মতো।

সবশেষ বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৬০৯ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৮৮ জনের দেহে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply